স্বরবৃত্ত কি সহজ ছন্দ? একটু তো বটেই। এটা ছড়ার ছন্দ। শ্বাষাঘাত এখানে খুব কার্যকর।
আগে বলে নিই, স্বরবৃত্তে রুদ্ধ ও মুক্ত সিলেবল দুটোই একমাত্রার মর্যাদা পায়।
১. মুক্ত ও রূদ্ধ দল—দুটোই একমাত্রা
২. সাধারণত ৪ মাত্রার চাল।
৩. লয় দ্রুত।
৪. কথাগুলো হালকা বা চটুল।
৫. অপূর্ণ পর্ব থাকতেও পারে, নাও পারে।
আপনি মশাই গেছেন বদলে ৪+৪
বদলে গেছেন ছি ছি ৪+২
আগে গলায় বাজ ডাকাতেন ৪+৪
এখন করেন চি চি ৪+২
ইনাম পেয়ে জাহান্নামে ৪+৪
গেছেন বলব কী আর ৪+২
প্রগতির লোক ছিলেন আগে৪+৪
এখন প্রতিক্রিয়ার।৪+২
হাফ ইয়ারলি পরীক্ষাতে ৪+৪
ফেল মারা তার খতম ৪+২
সবাইকে সে টেক্কা দিয়ে ৪+৪
মেরিট লিস্টে প্রথম ৪+২
এই ছেলেটা কেমন দেখ ডান্স করে আর হাঁটে ৪+৪+৪+২
অমিতাভের মতোই মাথায় চুলের সিঁথি কাটে ৪+৪+৪+২
ভাবখানা এই তার জুড়ি নেই সে ফিলিমের হিরো ৪+৪+৪+২
হাল ফ্যাশনের প্রতিভূ সে লেখাপড়ায় জিরো। ৪+৪+৪+২
যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজিতলা দিয়ে।
২.
কোথায় পাইবাম কলসী কইন্যা কোথায় পাইবাম দড়ি
তুমি হও গহীন গাঙ আমি ডুব্যা মরি।
৩.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান
শিবঠাকুরের বিয়ে হল তিন কন্যে দান
৪.
নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে
ওপারেতে ছেলে–মেয়ে নাইতে নেমেছে।
দুইধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে।
কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে।
এবার তিন ধরনের মাত্রার তিনটি উদাহরণ:
মদন মোহন তর্কালঙ্কার ৮+৬
পাখি সব করে রব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল। অক্ষরবৃত্ত
ফররুখ আহমেদ ৬মাত্রার মাত্রাবৃত্ত
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি
—রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?
দীনবন্ধু মিত্র
রাত পোহালো ফরসা হলো ফুটলো কত ফুল
কাঁপিয়ে পাখা নীল পতাকা ফুটলো অলিকুল।
। ।।। —। ।। —। ।। —
রাত পোহালো ফরসা হলো ফুটলো কত ফুল
।।। ।। — ।।। —। ।।—
কাঁপিয়ে পাখা নীল পতাকা ফুটলো অলিকুল।
স্বরবৃত্ত চার মাত্রার ছন্দ। ব্যতিক্রমও আছে। মূলপর্বে চারমাত্রার এদিক ওদিক হলে ছন্দপতন ঘটে। কিন্তু ছড়ার ছন্দে বা আধুনিক স্বরবৃত্তে এই নিয়মের ব্যত্যয় মাঝে মাঝেই দেখা যায়।
‘যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে’—এই পংক্তিতে ‘যমুনাবতী’ পাঁচমাত্রার। আবার ‘কাজিফুল কুড়োতে গিয়ে পেয়ে গেলুম মালা’ পংক্তিতে ‘কাজিফুল’ তিনমাত্রা। এটা স্বরবৃত্ত মেনে নেয়।
বুদ্ধদেব বসু এ ধরনের বেশ কিছু উদাহরণ দিয়েছেন রবীন্দ্রনাথ থেকে।
১.
অলোক নেড়ে ‘দুলিয়ে বেণী’
কথা কইতো শৌরসেনী
২.
মনে হচ্ছে ‘আমিও এমন’
লিখতে পারি ঝুড়িঝুড়ি।
৩.
আলের ধারে ‘দাঁড়িয়ে ছিলেম’ একা
৪. কালিদাসকে ‘হারিয়ে দিয়ে’
গর্বে বেড়াই নেচে।
আধুনিক কবিতায় কি পাওয়া যাবে না? যাবে।
জীবনানন্দের অন্যরকম একটি কবিতার সাহায্য নেওয়া যাক
তোমায় ভালো ‘বেসেছি আমি’ তাই
শিশির হয়ে থাকতে যে ভয় পাই
তোমার কোলে জলের বিন্দু পেতে
চাই যে তোমার মধ্যে মিশে যেতে
শরীর যেমন মনের সঙ্গে মেশে।
‘বুঝেছি আমি’ তোমায় ভালোবেসে।
স্বরবৃত্তে ধ্বনি সংকোচন আর প্রসারণের ঢের উদাহরণ আছে
আমার কথাটি পুরোল ৫+৩
নটে গাছটি মুড়োল ৪+৩
কেনরে নটে মুড়োলি ৫+৩
গরুতে কেন খায় ৫+১
কেনরে গরু খাস ৫+১
রাখাল কেন চরায় না ৪+৩
কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল ৪+৪+৪+১
তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল ৪+৪+৩+১